এনজিও ওয়েব পোর্টাল   ৪৭ এনজিও রেজিস্টার্ড

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এনজিওর সকল তথ্যগুলোকে জন সাধারণের নিকট অতি সহজেই পৌঁছে দিতে এনজিও ওয়েব পোর্টালের যাত্রা। সকল এনজিও সমূহের তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম উদ্যোগ। এই পোর্টালটির মাধ্যমে দেশে বিদ্যমান সকল এনজিও সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে চায়, সাথে এনজিও-র সকল অফিসিয়াল কার্যবিধি ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে চায়।

এনজিও সমূহের কার্যবিধি সহজতর এবং সেবা সমূহ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য পোর্টালটি সর্বদাই প্রস্তুত। সেই উদ্দেশ্যেই এনজিও সমূহ তাদের প্রজেক্টের প্রত্যয়ন পত্রের জন্য সহজেই অনলাইন এর মাধ্যমে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার চাইলে সরাসরি একটি আবেদনের অনুমোদন দিয়ে দিতে পারবেন অথবা, আবেদনটি সমাজ সেবা অফিসারের নিকট ফরওয়ার্ড করে দিতে পারেন ভেরিফিকেশনের জন্য এবং এই আবেদন প্রসেস চলাকালীন এনজিও একাউন্ট ইউজার যে কোন সময় আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। আবেদন অনুমোদিত হয়ে গেলে এনজিও একাউন্ট ইউজার তার একাউন্ট থেকে প্রত্যয়নটি ডাউনলোড করে নিতে পারবেন বা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

আবার এই পোর্টালটি প্রতিটি এনজিও-র জন্য একটি তথ্যবহুল ওয়েবসাইট হিসেবে কাজ করবে। যেখানে সকল তথ্য প্রদান করবে নিজ নিজ এনজিও থেকে রেজিস্টার্ড একজন ইউজার এবং একটি এনজিও-র সকল তথ্যগুলোর মধ্যে থাকবে সংস্থার সাধারণ তথ্য, সংস্থার প্রধানের তথ্য, সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য, বিশেষত্ব, প্রজেক্টের তথ্য, সংস্থার কাজের ক্ষেত্র সহ অন্যান্য। এনজিও একাউন্ট ইউজার চাইলে সিলেক্ট করে দিতে পারে এনজিও সম্পর্কে কোন তথ্য গুলো সাধারণ ওয়েব বিউয়ার দেখতে পারবে।

সাথে পোর্টালটিতে আছে উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজ সেবা অফিসারের জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনা। উপজেলা নির্বাহী অফিসার আবেদন অনুমোদন, ফরওয়ার্ড থেকে শুরু করে নতুন উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার এর জন্য একাউন্ট করতে পারবেন এবং নিজের তথ্যও প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। সমাজসেবা অফিসার আবেদনের তথ্য যাচাইয়ের মাধ্যমে ভেরিফিকেশন, প্রয়োজনে নিজের তথ্য পরিবর্তন করতে পারবেন।