সংস্থার লক্ষ্য
রুপকল্প-২০৪১ এ আমাদের লক্ষ্য যেন সমাজের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, দরিদ্র লোকদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শিশু ও যুবক যুবতীদের সামাজিক সচেতনতা কাজে উৎসাহিত করা, যেন তারা নৈতিক ও সামাজিক ভাবে আর্দশ ভাবে গড়ে উঠতে পারে।
সংস্থার উদ্দেশ্য
জাতি, ধর্ম নির্বিশেষে অতি দরিদ্র ছাত্র/ছাত্রীদের (বস্তি বাসী) অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের মাধ্যমে দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা।বাংলাদেশের অভাবগ্রস্থ এবং শিক্ষার প্রয়োজনকে বিবেচনা করে এই প্রকল্প শুরু করা হয়েছে।খাদ্য বিতরণের মাধ্যমে তাদের পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখা।শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবার গুলির শিক্ষা ব্যয় কমিয়ে আনা ও ঝরে পড়া রোধ করা।পোশাক বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবার গুলির বস্ত্র ব্যয় কমিয়ে আনা ও ঝরে পড়া রোধ করা।বাংলাদেশের সকল মানুষকে একটি সু শিক্ষিত জাতি হিসাবে গড়ে তোলায় অংশগহণ করা।
জাতি, ধর্ম নির্বিশেষে শিশু, যুবক-যুবতী ও বয়স্কদের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। শিশু ও যুবক/যুবতীদের উৎসাহিত করা যাতে নৈতিক ও সামাজিক ভাবে আর্দশ জীবন যাপনে সচেষ্ট হতে পারে। বিভিন্ন অসামাজিক কাজ, অপরাধমূলক কাজ, দূর্নীতিমূলক কাজ ও সন্ত্রাসী কাজে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন করা।সেবা, সম্প্রীতি, ভালবাসা, দাতব্যকাজ, স্বদেশপ্রেম, অসাম্প্রদায়ীকতা, স্বেচ্ছাশ্রম, দান, আদর্শ পরিবার, আদর্শ সমাজ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা দান করা ও তা বাস্তব জীবনে তা চর্চা করার সুযোগ তৈরী করা।
সংস্থার বিশেষত্ব
তথ্য দেওয়া হয়নি
সংস্থার প্রধানের তথ্য
নাম (বাংলায়) | মিঃ খোকন সরকার (প্রধান শিক্ষক) |
---|---|
নাম (ইংরেজিতে) | Mr. Khokan Sarkar (Headmaster) |
ইমেইল ঠিকানা | behchemayetpur@gmail.com |
মোবাইল নম্বর | 01726007338 |
ফোন নম্বর | |
ফ্যাক্স | |
ঠিকানা (বাংলায়) | হেমায়েতপুর, সাভার, ঢাকা |
ঠিকানা (ইংরেজিতে) | Hemayetpur, Savar, Dhaka |
তথ্য প্রদানকারী (উপজেলা)
নাম | ইমেইল ঠিকানা | মোবাইল নম্বর | ঠিকানা |
---|---|---|---|
তথ্য দেওয়া হয়নি |
তথ্য প্রদানকারী (জেলা)
নাম | ইমেইল ঠিকানা | মোবাইল নম্বর | ঠিকানা |
---|---|---|---|
তথ্য দেওয়া হয়নি |
সদস্যগণ
তথ্য দেওয়া হয়নি
গ্যালারী
তথ্য দেওয়া হয়নি
প্রজেক্ট সমূহ
উদ্দেশ্য | অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রদান, শিক্ষা উপকরণ, খাবার, উৎসব উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা, সেমিনার, সমাবেশ, জাতীয় দিবস পালন করা, শিক্ষক ও ষ্টাফ মিটিং করা ইত্যাদি। |
---|---|
বাজেট | ২০,২৫৮,৬৫৩.০০ |
মেয়াদকাল | 2021-01-01 (হইতে) 2025-01-01 |
মোট কর্মী | 0 |
পুরুষ কর্মী | 0 |
মহিলা কর্মী | 0 |
অভীষ্ট জনগোষ্ঠী | তথ্য দেওয়া হয়নি |
মন্তব্য | তথ্য দেওয়া হয়নি |
উদ্দেশ্য | স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার/ক্যাম্পিং, সামাজিক সচেতনতামূলক সেমিনার : শিশু শ্রম, শিশু নির্যাতন ও নিপিড়ন, শিশুর মানসিক বিকাশ উন্নয়ন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ক্ষমতায়ন, এসিড নিক্ষেপ, মাদক নিরাময়, নৈতিক অবক্ষয় রোধমূলক ইত্যাদি ও লিফলেট বিতরণ। |
---|---|
বাজেট | 9,102,846 |
মেয়াদকাল | 2021-01-01 (হইতে) 2025-12-31 |
মোট কর্মী | 0 |
পুরুষ কর্মী | 0 |
মহিলা কর্মী | 0 |
অভীষ্ট জনগোষ্ঠী | তথ্য দেওয়া হয়নি |
মন্তব্য | তথ্য দেওয়া হয়নি |
সামাজিক যোগাযোগ
তথ্য দেওয়া হয়নি
কাজের ক্ষেত্র
তথ্য দেওয়া হয়নি
নিবন্ধন সংক্রান্ত তথ্য
নিবন্ধন প্রদানকারী সংস্থার নাম | নিবন্ধন নং | নিবন্ধনের তারিখ | সর্বশেষ নবায়ন |
---|---|---|---|
তথ্য পাওয়া যায়নি |
জনবল সংক্রান্ত তথ্য
ধরণ | কর্মীর সংখ্যা | পুরুষ | মহিলা | মন্তব্য |
---|---|---|---|---|
নিয়মিত | 20 | 9 | 11 |