এনজিও ওয়েব পোর্টাল   ৪৭ এনজিও রেজিস্টার্ড
নাম (বাংলায়) এসএমসি ইন্টারন্যাশনাল এনজিও
নাম (ইংরেজিতে) SMC INTERNATIONAL NGO
প্রতিষ্ঠাতার নাম (বাংলায়) Mr. Kim jonglan.
প্রতিষ্ঠাতার নাম (ইংরেজিতে) মি. কিম জংলান
প্রতিষ্ঠা কাল 2013
ইমেইল ঠিকানা smc02bangladesh@gmail.com
ফোন নম্বর 01709087145
ফ্যাক্স
ঠিকানা (বাংলায়) শহিদ কিয়াম উদ্দিন মাস্টার রোড, ওয়ার্ড-৪৭, টঙ্গী, গাজীপুর
ঠিকানা (ইংরেজিতে) 267, Morkun, Shahid KiyamUddin Master Road, Ward-47, Tongi, Gazipur
ওয়েবসাইট লিংক https://www.facebook.com/smc20131030
সংস্থার লক্ষ্য

দরিদ্র পরিবারের শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করে স্ব-শিক্ষিত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। হোস্টেল কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র শিশুদের শিক্ষিত স্বাবলম্বী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সহযোগিতা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করুন এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের সহায়তার মাধ্যমে জীবিকা উন্নয়নে সেবা নিশ্চিত করুন।

সংস্থার উদ্দেশ্য

এসএমসি শিক্ষা উন্নয়ন, হোস্টেল কার্যক্রম স্থানীয় উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা এবং নারী ও শিশু যত্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংস্থার বিশেষত্ব

এসএমসি স্থানীয় উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং নারী ও শিশু যত্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে শিক্ষা কার্যক্রমের উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক এনজিও।

সংস্থার প্রধানের তথ্য
নাম (বাংলায়) জংলান কিম
নাম (ইংরেজিতে) JongLan Kim
ইমেইল ঠিকানা smc02bangladesh@gmail.com
মোবাইল নম্বর 01779754199
ফোন নম্বর
ফ্যাক্স
ঠিকানা (বাংলায়) ২৬৭, মরকুন, শহিদ কিয়াম উদ্দিন মাস্টার রোড, ওয়ার্ড-৪৭, টঙ্গী, গাজীপুর
ঠিকানা (ইংরেজিতে) 267, Morkun, Shahid KiyamUddin Master Road, Ward-47, Tongi, Gazipur
তথ্য প্রদানকারী (উপজেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
তথ্য দেওয়া হয়নি
তথ্য প্রদানকারী (জেলা)
নাম ইমেইল ঠিকানা মোবাইল নম্বর ঠিকানা
তথ্য দেওয়া হয়নি
সদস্যগণ

তথ্য দেওয়া হয়নি

প্রজেক্ট সমূহ
উদ্দেশ্য

এসএমসি শিক্ষা উন্নয়ন, হোস্টেল কার্যক্রম স্থানীয় উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা এবং নারী ও শিশু যত্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাজেট 80,000,000/-
মেয়াদকাল 2019-01-01 (হইতে) 2023-12-31
মোট কর্মী 22
পুরুষ কর্মী 08
মহিলা কর্মী 14
অভীষ্ট জনগোষ্ঠী বিধবা, স্বামী পরিত্যক্তা নারী, যৈান শিকার নারী, গৃহকর্মী, বেদে সম্প্রদায়ের নারী ও শিশু, অসহায় ও দুস্ত শিশু, নিম্ন আয়ের অচল ও অস্বাবলম্বী মানুষ ।
মন্তব্য তথ্য দেওয়া হয়নি
সামাজিক যোগাযোগ
কাজের ক্ষেত্র
টাইটেল (ইংরেজিতে) School Education Activity
বিস্তারিত দেখুন (বাংলায়)

বছরে প্রায় ১৩৪৪ জন অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা ও কোচিং গ্রহণ করছে । 

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)
Every year about 1344 boys and girls from helpless and poor families are receiving primary education and coaching.
টাইটেল (ইংরেজিতে) Women And Child Care Activity
বিস্তারিত দেখুন (বাংলায়)

বছরে প্রায় ৫০৪ জন বাচ্চাদের ডে-কেয়ার সেন্টার ব্যবস্থায় রেখে শিক্ষা প্রদান করা হয় । এবং ১৮০ জন অসহায় ও দুস্ত নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় ।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে) About 504 children are educated in day care centers every year. And 180 helpless and miserable women were given sewing training.
টাইটেল (ইংরেজিতে) Hostel Activity
বিস্তারিত দেখুন (বাংলায়) প্রতি মাসে ৪০ জন ছেলে মেয়ে হোস্টেলে থেকে বাহিরে পড়াশোনা করে আবার তাদের জন্য হোস্টেলের ভেতরে ২ জন শিক্ষক রেখে ১৫ জন ছেলে মেয়েকে কোচিং প্রদান করা হয়ে থাকে । তাদের জন্য  সেলাই, কম্পিউটার, মিউজিক, প্রাথমিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে ।
বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Every month 40 boys and girls study outside the hostel and for them 15 boys and girls are coached by keeping 2 teachers inside the hostel. They have sewing, computer, music, primary health care system.

টাইটেল (ইংরেজিতে) Food Programme
বিস্তারিত দেখুন (বাংলায়)

হোস্টেলে বসবাসরত বছরে ৪৮০ জন ছেলেও মেয়েকে সকাল, দুপুর, রাতে পুষ্টিকর খাবার প্রদান করা হয়।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

The girls are also provided nutritious food in the morning, noon and night by 480 boys living in the hostel every year.

টাইটেল (ইংরেজিতে) Computer Training
বিস্তারিত দেখুন (বাংলায়)

হোস্টেল কার্যক্রমে বছরে মোট ১৮০ জন ছেলে মেয়েকে, এবং স্কুল কার্যক্রমে বছরে মোট ৪২০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে) A total of 180 boys and girls are given computer training every year in hostel activities and a total of 420 people are given computer training in school activities every year.
টাইটেল (ইংরেজিতে) Sewing Training
বিস্তারিত দেখুন (বাংলায়)

বছরে হােস্টেল কার্যক্রমে ১২০ জনকে এবং নারী ও শিশু যত্ন কার্যক্রমে ১৮০ জনকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ।

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Annually sewing training is given to 120 people in hostel activities and 180 people in women and child care activities.

টাইটেল (ইংরেজিতে) Service activities
বিস্তারিত দেখুন (বাংলায়)

বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এ সহায়তা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে বিভিন্ন সরকারী কর্মকান্ডে অংশগ্রহণ করা । 

বিস্তারিত দেখুন (ইংরেজিতে)

Assistance in various natural disasters, participation in various government activities in the celebration of national and international Day.

নিবন্ধন সংক্রান্ত তথ্য
নিবন্ধন প্রদানকারী সংস্থার নাম নিবন্ধন নং নিবন্ধনের তারিখ সর্বশেষ নবায়ন
এনজিও বিষয়ক ব্যুরো 2826 2018-10-30 2028-10-29
জনবল সংক্রান্ত তথ্য
ধরণ কর্মীর সংখ্যা পুরুষ মহিলা মন্তব্য
সমন্বিত সম্প্রদায় উন্নয়ন প্রকল্প। 22 08 14
এসএমসি হোষ্টেল কার্যক্রম 09 05 04 বাসা#141/1, রোড#3, ব্লক # সি, ওয়াড #4 , দেওগাঁও, রাজাসন, সাভার, ঢাকা ।
এসএমসি শিক্ষা কার্যক্রম 08 03 05 বি/১১৪, দক্ষিণ বক্তারপুর, সাভার, ঢাকা।
এসএমসি নারী ও শিশু যত্ন কার্যক্রম 05 00 05 ৬৩/৭মসজিদ রোড, পলু মাকেট পুবর্রাজাশন ,সাভার,ঢাকা।